Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্প ও এডিবি একটি প্রকল্পের টেন্ডারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম ওয়াসা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সাথে ঢাকা ওয়াসা চুক্তি করে। এজন্য দরপত্র আহŸান করা হয়নি। ঠিকাদার চ‚ড়ান্ত করার আগে ওয়াসার নিয়মানুযায়ী ভেটিং বা দর-কষাকষি করা হয়নি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে। ভেটিং না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া এডিবির প্রকল্পসহ আরো বেশ কিছু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ