রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীন ডেস্ক
মির্জাপুর ও কাজিপুরে ২ লাশ উদ্ধারে খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের রেহাইশুড়িবেড় দক্ষিণ পাড়া থেকে ফাতেমা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রেহাইশুড়িবেড় গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুস সামাদ ও পুত্রবধূকে আটক করেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় বৃদ্ধা ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। সকালে স্থানীয় এলাকাবাসী নিহতের নিজ ঘরে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কাজিপুর থানার ডিউটি অফিসার এসআই সাইদুল ইসলাম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। সেখান থেকে লাশ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে আসা হচ্ছে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান,মির্জাপুরের বংশাই নদী থেকে তারা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদরের বংশাই নদীর আলহাজ একাব্বর হোসেন সেতুর পূর্বপাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তারা মিয়া বাসাইল উপজেলা ব্ররপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। সে মাছ ধরার কাজ করত বলে জানা গেছে। পুলিশ জানায়, তারা মিয়া গত ২৯ অক্টোবর রাতে নিখোঁজ হলে ৩০ অক্টোবর বাসাইল থাকায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। মঙ্গলবার ভোরে বংশাই নদীর ওই স্থানে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানা পুলিশ গিয়ে তার অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।