মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু চুক্তি সংশ্লিষ্ট আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কার্যক্রম বিভাগের উপমহাসচিব মোল্লা বলেন, ভিয়েনায় অষ্টম দফা ইরানের পরমাণু চুক্তির আলোচনা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাবেন এবং এক সপ্তাহ পর আবারও ফিরে আসবেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় মোল্লা জানান যে, অষ্টম দফার আলোচনা অনেক দিন ধরে চলছে, আলোচনার প্রতিনিধিরা নিজ দেশের সঙ্গে পরামর্শ করে ফিরে আসবেন। এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।
ইরানের তাসনিম সংবাদসংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানায়, আলোচনার বাকি ইস্যু অনেক গুরুত্বপূর্ণ, তাই বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা স্বদেশে ফিরে বিস্তারিত পরামর্শ করবেন। আগামী সপ্তাহে অষ্টম দফার আলোচনা আবারও শুরু হবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।