বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮২ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৪৫ জনের শরীরে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২৩৭ জনের শরীরে। এর আগে গত মঙ্গলবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৪ নমুনায় মিলে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার সেদিন ৫৮ দশমিক ৬০ শতাংশ ছিল।
এদিকে ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছে ৩৫ উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি ২ জন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় এক যুবক মারা গেছেন। করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তার পরিবারকে লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।