Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পেছন থেকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়েকে টপকে গেছে বাংলাদেশ অনেক আগেই। ২০১৩ সাল থেকে টেস্ট র‌্যাংকিং পয়েন্ট বেড়েই চলেছে বাংলাদেশের। ৫৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে দেয়ায় ৮ র‌্যাঙ্কিং পয়েন্ট বেড়ে গেছে বাংলাদেশ দলের। ৫৭ থেকে র‌্যাঙ্কিং পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে ৬৫। আর মাত্র ৩ পয়েন্ট পেলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৮ এ উঠে আসবে বাংলাদেশ দল। বর্তমানে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান এখন মাত্র ২ পয়েন্ট (ওয়েস্ট ইন্ডিজ ৬৭, বাংলাদেশ ৬৫)। পাকিস্তানের বিপক্ষে সারজায় অনুষ্ঠানরত চলমান টেস্টে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ পয়েন্ট হারাবে ক্যারিবিয়রা। তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান দাঁড়াবে মাত্র ১ পয়েন্ট। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলা বাংলাদেশের সামনে ৮ নম্বরে ওঠার হাতছানি। আগামী ডিসেম্বর-জানুয়ারীতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজেই ৮ নম্বরে উঠে আসার সম্ভাবনা থাকছে বাংলাদেশ দলের। আসছে নিউ জিল্যান্ড সিরিজেই বাংলাদেশের সুযোগ থাকবে ক্যারিবিয়ানদের টপকে যাওয়ার।
এদিকে ওয়ানডের মতো টেস্ট এবং টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৭ নম্বরে দেখতে চান বিসিবি সভাপতি। গতকাল সে লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি। তবে গত বছর বিস্ময়কর সাফল্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭ এ উঠে আসা বাংলাদেশের জন্য অবশিষ্ট ২ ফরমেটের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে আসা যথেষ্ট কঠিন। টি-২০তে ১০ নম্বরে থাকা বাংলাদেশের (৭৪ পয়েন্ট) উপরে এখন অবস্থান করছে আফগানিস্তান (৭৮ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে ৯ম)। ৭ নম্বরের দলটির সঙ্গে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে র‌্যাঙ্কিং পয়েন্টের ব্যবধান ৩৭! টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা নিউজিল্যান্ড সেখানে বাংলাদেশের চেয়ে ২৬ পয়েন্ট বেশি। তবে আগামী বছরে বাংলাদেশ দলের সামনে অপেক্ষা করছে ৭টি টেস্টÑ তাতেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিস্ময়কর উন্নতির স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।
এদিকে চট্টগ্রামে টেস্ট অভিষেকে ৭ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬১ এ উঠে এসেছিলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টে বিস্ময় বোলিংয়ে ১২ উইকেট পাওয়ায় বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উন্নতি হয়েছে মিরাজের। এক লাফে ২৬ ধাপ উপরে উঠে আইসিসি’র সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে মিরাজের অবস্থান ৩৩ নম্বর। টেস্টে বাংলাদেশ বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে আছেন তিনি। ৪৬৩ পয়েন্ট নিয়ে সেখানে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে মিরাজ। বাঁ হাতি স্পিনার তাইজুল সেখানে আছেন ৩৭ নম্বরে।
বাংলাদেশ ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাঁ হাতি ওপেনার তামীম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলেন ২০ নম্বরে থেকে, সিরিজ শেষেও ২০ নম্বরে তিনি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে টপ অর্ডার মুমিনুল এবং মিডল অর্ডার সাকিব আল হাসানের। আইসিসি’র সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে মুমিনুলের অবস্থান ২৬ , সাকিবের অবস্থান সেখানে ২৭ নম্বরে। ৫ ধাপ পিছিয়ে ৪০ থেকে ৪৫ এ নেমে গেছেন মুশফিক। দুই ধাপ এগিয়ে ৫৩ নম্বরে এখন ইমরুল। এক ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে আছেন সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ