Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রেমারের বীরত্ব

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টেস্টে অভিষেক এক দশকেরও বেশি সময় আগে। তবে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৩টি টেস্টে। নেই কোন শতক বা অর্ধশতকও। কালও যখন ব্যাটে নামলেন স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ১৩৯ রানের করুণ চিত্র। সেই মলিন স্কোরকে কি দারুণ রুপই না দিলেন অধিনায়ক গ্রেগ ক্রেমার। ক্যারিয়ারের প্রথম শতক দিয়ে কেড়ে নিলেন শ্রীলঙ্কার স্বস্তির ঢেঁকুর। তৃতীয় দিন শেষে ১৬৯ রানে পিছিয়ে থাকলেও লঙ্কানদের ৫৩৭ রানের জবাবে জিম্বাবুয়ের ৩৭৩ রানকে তো আর মন্দ বলা যাবে না।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৮৮ রান আর ৯ উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতির আগে ৮৬ রান তুলতেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। এরপর উইকেটরক্ষক পিটার মুরকে নিয়ে ১৩২ রানের জুটি গড়েন ক্রেমার। মুর ব্যক্তিগত ৭৯ রানে ফিরলে আট নম্বর ব্যাটসম্যান ডোনাল্ড ট্রিপানোকে (৪৬) নিয়ে আবার ৯২ রানের জুটি গড়েন স্বাগতিক অধিনায়ক। ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারালে হুমকির মুখে পড়ে ক্রেমারের শতক। লাকমলের বলে এমপোফু বোল্ড হয়ে ৩৭৩ রানে যখন তাদের ইনিংসের সমাপ্তি ঘটে, ক্রেমার তখন ১০২ রানে অপরাজিত। ৩টি করে উইকেট নেন লাকমল ও রঙ্গনা হেরাথ। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫ রান নিয়ে দিন শেষ করে হেরাথের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রেমারের বীরত্ব

১ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ