নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের সেই করুণ দশার কথা নিশ্চয় ভুলে যাননি চেলসি সমর্থকরা। হোসে মরিনহোর প্রধান দুই অস্ত্র অ্যাডেন হ্যাজার্ড আর ডিয়েগো কস্তা ছিলেন নিষ্প্রভ দুটি নাম। এ নিয়ে কম ময়নাতদন্ত হয়নি ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে। ব্যর্থতার গøানি নিয়ে মৌসুমের শেষ হওয়ার আগেই বরখান্ত হন মরিনহো। কিন্তু বছর ঘুরতেই অ্যান্তোনিও কন্তের অধীনে হ্যাজার্ড-কস্তারা ফিরেছেন সেই আগের চেনা রুপে। গেল মৌসুমে এসময় কস্তার গোল ছিল মাত্র ২টি, আর হ্যাজার্ডের গোলের খাতাই তো ছিল শূন্য! সেই কস্তা ইতোমধ্যে করে ফেলেছেন ৮ গোল, হ্যাজার্ড ৫টি। চেলসিও আছে চেনা পথে। পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকলেও শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র ১! ১০ ম্যাচ শেষে গত মৌসুমে যে দলের সংগ্রহ ছিল ১১ পয়েন্ট, সমান ম্যাচে সেই দলের পয়েন্ট এবার ২২। এই হ্যাজার্ড-কস্তার গোলেই পরশু রাতে সাউদাম্পটন থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে স্ট্যামপোর্ড ব্রিজের দলটি। এ নিয়ে টানা চার ম্যাচ নিজেদের গোলপোস্টও অক্ষত রেখেছে কোন্তের দল। ইতালিয়ান কোচও খুশি মাঠের পারফর্মেন্সে, ‘ছেলেদের কাছ থেকে আপনি যখন এমন খেলা উপহার পাবেন কোচ হিসেবে তখন সেটার অনুভূতি হয় দারুণ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।