Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে ভ্রাম্যমান আদালতের ৩৩ মামলায় ৩৪ জনের দন্ড

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৮:৩৭ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ২৬ জানুয়ারি, ২০২২

নীলফামারীতে বুধবার ৩৩টি মামলায় ৩৪জনের কাছ থেকে ৭৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে এক ব্যক্তির সাতদিন এবং দুই ব্যক্তির তিন মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নীলফামারী জেলার ছয় উপজেলায় সাতটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড দেয়া হয়।

এরমধ্যে নীলফামারী সদর উপজেলায় দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি মামলায় ৫জনের কাছ থেকে ১৮হাজার ১’শ টাকা, ডিমলা উপজেলায় দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২টি মামলায় ১২জনের কাছ থেকে ২২ হাজার ৮৫০’শ টাকা, জলঢাকা উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১টি মামলায় ২জনের কাছ থেকে ২০০টাকা, ডোমার উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় ১০জনের কাছ থেকে ৭৬০০টাকা, সৈয়দপুর উপজেলায় ১টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫টি মামলায় ৫জনের কাছ থেকে ১হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এরমধ্যে নীলফামারী সদরে একজনের সাতদিনের এবং জলঢাকায় দুইজনের তিনমাস করে কারাদন্ড দেয়া হয়।

এছাড়া ৭৫৬টি মাস্ক বিতরণ এবং ১০টি জনসচেতনতা মূলক কার্যক্রমে অংশ নেয় ভ্রাম্যমান আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ জানান, সংক্রমণ রোগ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, সড়ক পরিবহন আইনে কারাদন্ড ও অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ