Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্নোগ্রাফি আইনে বরগুনায় ৫ কিশোরকে ২ বছর করে কারাদণ্ড

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৬:১০ পিএম

বরগুনায় এক স্কুল ছাত্রীর ছবির সঙ্গে নগ্ন ছবি যুক্ত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ প্রমানিত হওয়ায় পর্ণোগ্রাফি আইনে ৫ জন কিশোরকে প্রত্যেককে দুই বছর করে স্বশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে অর্থ দন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হল বরগুনা জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন(১৫), ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬) কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)। দন্ডিত কিশোরা এসময় আদালতের কাঠগড়ায় উপস্হিত ছিলেন।

জানা যায়, একই উপজেলার সুনিল বিশ্বাসের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ওই আসামীরা পথে ঘাটে উত্যক্ত করে। মেয়েটি প্রতিবাদ করলে আসামী বিপ্লব কৌশলে স্কুল ছাত্রীর ছবি তুলে নেয়। পরে স্কুল ছাত্রীর ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সেই ছবি সামাজিক যোগাযোগে প্রচার করে। বাদী দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারী তালতলী থানায় মামলা করে। তদন্তকারী কর্মকর্তা মো: নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ৫ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। আসামী পক্ষের আইনজীবী মো: নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপীল করব। রাষ্ট্র পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত যথাযথ রায় দিয়েছেন। রায় রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ