মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান সুকুক বন্ডের মাধ্যমে ৭.৯৫ শতাংশ হার সুদে ১ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহ করেছে যা দেশটির ইসলামিক বন্ডের ইতিহাসে সর্বোচ্চ হার। সোমবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক্সপ্রেস ট্রিবিউনকে এ খবর জানায়। গত বছরের এপ্রিলে পাকিস্তান সরকার যে ১০ বছর মেয়াদী ইউরোবন্ড ছেড়েছিল, তার থেকেও এই হার প্রায় অর্ধ শতাংশ বেশি। গত মাসে দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার পর কঠিন শর্ত সাপেক্ষে সউদী আরব ৩ বিলিয়ন ঋণ প্রদান করে। ১৪ জানুয়ারী পর্যন্ত পকিস্তানের রিজার্ভ আবার ১৭ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ায় সুকুক বন্ডের মাধ্যমে ঋণ গ্রহণ করে তারা।
পাকিস্তান সরকার প্রায় শূন্য সুদে বাণিজ্যিক ব্যাংকগুলোতে রাখা নাগরিকদের প্রায় ৫ বিলিয়ন ডলারের ব্যক্তিগত বৈদেশিক মুদ্রার রিজার্ভও ব্যবহার করছে। তবে, পিটিআই সরকার বিদেশি বিনিয়োগকারীদের যে ধরনের সুদের হার দিচ্ছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন। উল্লেখ্য, চলতি অর্থবছরে দ্বিতীয়বারের মতো দেশটির পুঁজিবাজারে লেনদেন করছে সরকার। এর আগে এটি গত বছরের জুলাই মাসে পুঁজিবাজার ১ বিলিয়ন সংগ্রহ করেছিল। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির দর পতন হয়ে এক ডলারের বিপরীতে প্রায় ১শ’ ৭৬ রুপিতে অবস্থান করছে। সূত্র: ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।