Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে জরিমানা

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৭:৪১ পিএম

বাগেরহাটে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ৬টি যাত্রীবাহী বাসকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সারাদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাশেদুজ্জামান ও আজিজুল কবির।

করোনা সংক্রমন রোধে বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এদিন বিভিন্ন অপরাধে ১০টি মামলায় ৪ হাজার ৯‘শ টাকা জরিমানা করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মো: রাশেদুজ্জামান বলেন, যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ভোক্তা অধিকার আইনে ৭টি মামলায় ৭ জনকে ৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগেরহাট

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ