Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন ভাঙলেন কোমি!

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল বিতর্কের বিষয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র প্রধান জেমস কোমির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেট নেতারা। তারা বলছেন, হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে করা তদন্ত প্রকাশে হয়তো এফবিআই প্রাধনই আইন ভঙ্গ করে থাকতে পারেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে জেমস কোমির বিরুদ্ধে বার কর্মকর্তাদের প্রভাবিত করে আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন সিনেটর হ্যারি রিড। গতকাল সোমবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমন খবর জানায়। কেন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে বিষয়টি নিয়ে এফবিআই এতো মাতামাতি করছে এ নিয়ে ডেমোক্র্যাট নেতারা সন্দেহের তীর ছুড়েছেন জেমস কোমির দিকে। গত শুক্রবার (২৮ অক্টোবর) হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ফের নতুন করে তদন্তের নির্দেশ দিলে দেশটির রাজনীতির মাঠ আরও উত্তপ্ত উঠে। এরই মধ্যে এক সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেছিলেন ‘ভোট চলে আসছে। সুতরাং, আমেরিকান জনগণ এ বিষয়ে খুব দ্রুত পরিপূর্ণ আসল বিষয় জানতে চায়। আজ্ঞাবাহ এফবিআই’র ব্যাখা প্রশ্নবিদ্ধ হয়েছে। যাহোক, তদন্ত প্রকাশে আর যেন বিলম্ব না হয়।’ এফবিআই’র অভিযোগ, ফেডারেলের আইন ভঙ্গ করে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে ২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন বেশ কিছু গোপন তথ্য আদান প্রদান করেছেন। যা অপরাধমূলক কাজ। ওই-মেইল ব্যবহারের ফলে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ নিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান নেতৃত্ব দুই বছর ধরে হিলারির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তদন্ত ও শুনানি হয়েছে। তবে চূড়ান্তভাবে কোনো সুরাহা হয়নি। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন ভাঙলেন কোমি!

১ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ