Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাছ বিক্রেতার মৃত্যুতে উত্তাল মরক্কো

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ট্রাকচাপায় এক মাছ বিক্রেতার মৃত্যু ঘিরে মরক্কোর কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পুলিশের কাছ থেকে জব্দ করা মাছ পুনরুদ্ধারের চেষ্টায় ট্রাকচাপায় নিহত হন তিনি। গত শুক্রবার আল-হোসেইমা শহরে মহসিন ফিকরি নামে ওই মাছ বিক্রেতার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ ক্ষোভ দেখাতে শুরু করেন। মহসিন ফিকরি নামে এই মাছ বিক্রেতার মৃত্যুকে আরব বসন্তের আগে ২০১০ সালে তিউনিশিয়ার এক ফল বিক্রেতার নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। ২০১১ সালে আরব বসন্তের সময়ে মরক্কোতে যারা বিক্ষোভের আয়োজন করেছিলেন তারাই মহসিনের মৃত্যুর পর সরকারবিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছেন। মরক্কোতে এতবড় পরিসরে সরকারবিরোধী আন্দোলন বিরল। বিক্ষোভকারীদের একজন বলেছেন, গত কয়েক বছরে আমি এত মানুষের বিক্ষোভ দেখিনি, অন্তত ২০১১ সালের পর তো নয়ই। আল-হোসেইমা ছাড়াও ক্যাসাব্লাঙ্কা এবং রাজধানী রাবাতেও বিক্ষোভ হয়েছে। মরক্কোর গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ মহসিনের কাছে থাকা সোর্ডফিশ (তলোয়ার মাছ) জব্দ করে ধ্বংস করে। বছরের এই সময়টাতে মরক্কোতে এই মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশের কাছ থেকে ওই মাছ পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন মহসিন। আল জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক মাছ বিক্রেতার মৃত্যুতে উত্তাল মরক্কো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ