Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে কারারক্ষীকে হত্যা করে ৮ বন্দির পলায়ন

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) আটজন সদস্য ভুপালের কারাগার থেকে পালিয়ে গেছেন। এনডিটিভি বলছে, গত রোববার রাতে একজন কারারক্ষীকে হত্যা করে তারা পালায় বলে জানা গেছে। পালিয়ে যাওয়ার এই বন্দিদের মধ্যে তিনজন তিনবছর আগে অপর একটি শহরের কারাগার ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মাঝে ছিলেন। ভুপালের কেন্দ্রীয় কারাগারে এই সন্ত্রাসীরা একজন কারারক্ষীকে বেঁধে ফেলে এবং অপর রাম শঙ্কর নামের একজন প্রধান কনস্টেবলকে হত্যা করে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কারাগারের সুপারিনটেন্ডেন্ট এবং তিন রক্ষীকে বরখাস্ত করা হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেন, “এব্যাপারে তদন্ত শুরু হয়েছে।” পালিয়ে যাওয়া আটজনের মধ্যে ২০১৩ সালে খান্দায় জেল ভেঙে পালানোর ঘটনায় জড়িত ছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে কারারক্ষীকে হত্যা করে ৮ বন্দির পলায়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ