বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের সর্বশেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৪ জন সিলেট বিভাগে! যা গত অন্তত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে, টানা তৃতীয়দিনের মতো করোনায় মৃত্যু দেখেছে সিলেট। এসময়ে মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২১৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৭৩৪ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ০৬ ভাগ। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৪৮ জন, সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ১৩৫ জন ও ১০৫ জন রয়েছেন হবিগঞ্জে। গত চব্বিশ ঘন্টায় এক ব্যক্তি মারা গেছেন সিলেট। দীর্ঘ কয়েক মাস পর টানা তিনদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটলো সিলেটে। এ ব্যক্তিসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৩ জন। গত একদিনে ১২২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৬৯৫ জন। এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন করোনা রোগী ভর্তি রয়েছেন ১৯৯ জন। এরমধ্যে ৯ জনকে রাখা হয়েছে আইসিইউতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।