মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় তিনজনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার ফ্লোরিডায় দুই নারী এবং ভার্জিনিয়ায় এক পুরুষের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। তাদের মধ্যে ফ্লোরিডার এক নারী এবং ভার্জিনিয়ার পুরুষটির বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ফরম পূরণের অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে অন্য এক নারীর বিরুদ্ধে অনুপস্থিত ভোটারদের ব্যালটে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। এর আগে সপ্তাহের শুরুতে আইওয়া প্রদেশের রাজধানী দেস ম য়েনসে স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা ভোট জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহভাজন তিন ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে। মিয়ামি-ডেড-এর অ্যাটর্নি ক্যাথেরিন ফার্নান্দেজ রুন্ডেল বলেন, ৭৪ বছর বয়সী গ্লাডিস কোয়েগো অনুপস্থিত ভোটারদের ব্যালট খোলার দায়িত্বে ছিলেন। একজন পরিদর্শক দেখতে পান, তিনি অনুপস্থিত ভোটারদের ব্যালট পরিবর্তন করে দিচ্ছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ব্যালটে বিশেষ চিহ্ন দেয়ার কথা স্বীকার করেছেন কোয়েগা। এছাড়া ৩৩ বছর বয়সী টোমিকা কার্গিলের বিরুদ্ধে মিথ্য তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিনি একটি মেডিকেল মারিজুয়ানা অ্যাডভোকেসি গ্রুপের হয়ে কাজ করছিলেন। আর ভার্জিনিয়ায় একটি ভোটার নিবন্ধন শিবিরের কর্মী ভাফালে ম্যাসাকুইর (৩০) বিরুদ্ধেও মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন ফরম পূরণের অভিযোগ আনা হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।