Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খুলনায় এক সপ্তাহের ব্যবধানে সংক্রমন বেড়েছে ৪ গুন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:৪৩ পিএম | আপডেট : ১২:৪৭ পিএম, ২৫ জানুয়ারি, ২০২২

খুলনায় করোনার সংক্রমন অতি দ্রুত বেড়ে চলেছে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমন বেড়েছে প্রায় চার গুন। শনাক্তের দৈনিক সংখ্যা এখন দুইশ’ ছুঁই ছুঁই। গত ২৪ ঘন্টায় খুলনায় মোট ৬৪১ টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৩৯। এক সপ্তাহ আগে গত ১৮ জানুয়ারী খুলনায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় খুলনায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০১ জন পুরুষ ও ৮১ জন নারী। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। শুরু থেকে এ পর্যন্ত খুলনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৩ জন। মারা গেছেন ৭৭৯ জন। এ অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা বিধি কঠোর ভাবে মেনে না চললে আগামীতে সংক্রমন ভয়াবহ আকার ধারণ করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ