Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার বেনগাজিতে গাড়িবোমা বিস্ফোরণে স্থানীয় এক রাজনীতিবিদসহ অন্তত পাঁচজন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন। গত শনিবার মধ্যরাতে বেনগাজির আল-কেশ শহরে একটি ক্যাফের কাছে এ ঘটনা ঘটে। এটি আত্মঘাতী বোমা হামলা কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। গত রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত রাজনীতিবিদের নাম মোহাম্মদ বৌগাগাস। তিনি ঘটনাস্থলের পাশে একটি ক্যাফেতে বসে ছিলেন। এ সময় সেখানে গাড়ির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ১০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ