বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৩৪৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৩ হাজার ৪৬০ জনে এবং মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৬ জনে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে তিন হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। সংক্রমণের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন সোমবার এ হার ছিল ৩৯ দশমিক ৯৫ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ৯১৯ জন নগরীর এবং ৪২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।