Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সাময়িক স্থগিত

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৭ পিএম

নতুন করে করোনা মহামারি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি বিধি নিষেধ মেনে আগামী ২৮ জানুয়ারি ঢাকাসহ ১৪টি জেলায় সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। আজ সোমবার লালবাগস্থ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী ক্বিরাত সম্মেলন স্থগিত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে। এতে সংস্থার নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও করোনা মহামারি থেকে মুক্তি লাভে দোয়া পরিচালনা করেন সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান।
সংবাদ সম্মেলনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১০ জানুয়ারি থেকে ১১টি ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। তাতে উন্মুক্ত স্থানে যে কোনো সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ জন্যই ক্বিরাত সম্মেলন স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের গভর্ণর মুফতী আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা ক্বারী মাহমুদুল হক হাফেজ্জী, মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা আব্দুর রহমান মৃধা, মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, মাওলানা মাহমুদ জাব্বার, মাওলানা মাহমুদুল হক জালীস, মাওলানা উসামা হাফেজ্জী, বকশি বাজার শাহী মসজিদের খতিব মাওলানা যোবায়ের কাসেমী, ঢাকা উত্তরের প্রতিনিধি মাওলানা আব্দুল খালেক তারা ও মাওলানা হাবিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ