Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষানগরী হিসেবে রাজশাহী স্বীকৃতি চায়

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীকে প্রকৃত অর্থেই সবুজ শিক্ষানগরী হিসেবে ঘোষণা দিয়ে স্বীকৃতির আহŸান জানিয়েছে নগরীর বিশিষ্টজনরা। গতকাল নগরীর সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে নাগরিক ভাবনার উদ্যোগে শিক্ষানগরী রাজশাহী আমাদের করণীয় শীর্ষক বিষয়ক এক মতবিনিময় সভায় এ আহŸান জানানো হয়। নাগরিক ভাবনার আহŸায়ক পরিবেশ ও সমাজ উন্নয়নকর্মী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিগণ বলেন, পদ্মাবিধৌত হযরত শাহ মখদুম রুপোস (র:)-এর পূণ্যভূমি বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যমÐিত বিভাগীয় শহর রাজশাহীকে অত্যাধুনিক শিক্ষানুরাগী হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা বিষয়ক সেমিনার সিম্পেজিয়াম বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এর ফলে নাগরিক ভাবনার শিক্ষা নিয়ে যে লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ভাবনার যুগ্ম আহŸায়ক অ্যাড মোহতাসিম বিল্লাহ, টিটিসি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহা. আব্দুস সামদ মÐল, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহŸায়ক অ্যাড. এনামুল হক, রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, রাজশাহী সেভ দা নেচার-এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রেডিও পদ্মার সিনিয়র প্রডিউচার ওয়লিউর রহমান বাবু, রাবির সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মো. নেফাউর রহমান, কৃষিবিদ আলহাজ মোহসিন আলী, নাগরিক ভাবনার মীর মোমতাজ হোসেন নবাব, আবদুর রাজ্জাক, প্রকৌশলী মিজানুর রহমান, রাজনৈতিক নেতা মকলেসুর রহমার, সমাজসেবক পল বিশ্বাস, সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়াসির আলিফ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষানগরী হিসেবে রাজশাহী স্বীকৃতি চায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ