বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি দেখা করে আলোচনা করার প্রস্তাব পাঠান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর মাধ্যমে। আন্দোলনরত শিক্ষাথীরা আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এতে রাজি হয় এবং রাতে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় যাওয়ার কথা জানায়। কিন্তু আড়াই ঘণ্টার ব্যবধানে বিকাল সাড়ে ৫টার দিকে সে সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানায়, অনশনরত শিক্ষার্থীদের সিলেটে ফেলে কয়েকজন যেতে পারবেন না ঢাকায়। প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে সিলেটে এসে আলোচনায় বসার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। অথবা ভিডিও কলেও তাদের সঙ্গে আলোচনা করতে পারেন শিক্ষামন্ত্রী। তাদের এই সিদ্ধান্ত জানানোর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী সাংবাদিকের জানান, তাদের এই প্রস্তাবও আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে জানিয়েছি। পরে তিনি বলেছেন, তারা যদি একটু সময় নিয়ে বিমানে ঢাকা আসতে চায় সে ব্যবস্থাও করা হবে। একান্ত যদি নাই আসতে চায়, তবে আমি সিলেটে আসবো। তবে দুই-একদিন যেতে পারে। কারণ- শিক্ষামন্ত্রীসহ তাঁর পরিবারের অনেকে অসুস্থ। শফিউল আলম চৌধুরী আরও বলেন, শিক্ষামন্ত্রীর এই কথাগুলোও আমি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি। এখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমাকে। জানা যায়, শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন অন্দোলনরত শিক্ষার্থীরা। আলাপকালে শিক্ষামন্ত্রী সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলে তাতে সাড়া দেন তারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে চাইলে শিক্ষামন্ত্রী ঢাকায় আসতে বলেন। এ সময় প্রতিনিধি দলে কারা থাকবে এবং অন্যান্য প্রস্তুতি শেষ করতে শিক্ষামন্ত্রীর কাছে এক ঘণ্টার সময় চান শিক্ষার্থীরা। কিন্তু নিজেদের মধ্যে আলোচনা শেষে মত পাল্টায় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।