বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাস তিনেক আগে ঘর থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়েছিল ৫০ বছরের নারী রোকেয়া বেগম। এখনও ফিরে আসেনি, খোঁজে পাওয়া যায়নি সম্ভব্য কোথাও।নিখোঁজের ৩ মাস পর বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ নারীর সন্ধানে পত্রিকার অফিসে জিডির কপি ও ছবি নিয়ে হাজির হয়েছেন ওই নারীর ছেলে মানিক রতন।
এ ঘটনায় তার আরেক ছেলে দবির হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এখন পর্যন্ত খোঁজ মেলেনি।
জিডিতে বলা হয়েছে, রোকেয়া বেগমের গায়ের রং শ্যামলা। মুখম-ল গোলাকার। উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। সে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা বলে। ফতুল্লায় ছেলের বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের শাড়ী।
রোকেয়া বেগমের ছোট ছেলে মো. মানিক রতন বলেন, মায়ের সন্তানে গত ৩ মাস ধরেই পাগলের মতো ছোটাছুটি করছেন পরিবারের সদস্যরা। গ্রামের থাকা স্বজনরাও রোকেয়া বেগমের চিন্তায় অস্থির
কেউ যদি এই নারীর সন্ধান পেয়ে থাকেন, তাহলে যোগাযোগ করুন: ০১৩১১৪২৮০২৯/০১৩১৬৬২৪৮০৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।