Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শাবিতে ভিসির পদত্যাগের দাবীতে মধ্যরাতে মশাল মিছিল করেছে সহস্রাধিক শিক্ষার্থী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:৪৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন মিছিলে। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে চেতনা একাত্তর হয়ে আবার উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তাদের শ্লোগানে মধ্যরাতে ক্যাম্পাস হয়ে ওঠে প্রকম্পিত। এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এখনও অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার থেকে আমরণ অনশন শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী। অনশনরত ২৪ শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৭ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ রাত ১২টার দিকে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন দুজন। অনশনে থাকা বাকীরা তীব্র শীত আর অনাহারে অসুস্থ হয়ে পড়ছেন। তাদের আটজনের শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে মরিয়ম রুবি নামের এক শিক্ষার্থীর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তিনিও অনশন ভাঙছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার ২৪ শিক্ষার্থী অনশন শুরু করলেও একজনের বাবা হার্ট অ্যাটাক করায় অনশন থেকে উঠে বাড়িতে যান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ