Inqilab Logo

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

আজও শাবি ভিসির জন্য খাবার নিয়ে ভেতরে যেতে পারেনি শিক্ষকরা !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৩:৫৯ পিএম

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন অবরুদ্ধ করে রেখেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সাংবাদিক ও পুলিশ ছাড়া আর কাউকেই বাসভবনে ঢুকতে দিচ্ছেন না তারা। ভিসির জন্য খাবার নিয়ে তাঁর বাসভবনে প্রবেশ করতে আজ আবারও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন শিক্ষকরা। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাশ, সাধারণ সম্পাদক মহিবুল আলম, সহসভাপতি ড. আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষক বিভিন্ন ধরনের খাদ্যপণ্য নিয়ে ভিসির বাসভবনে প্রবেশ করতে যান। তখন বাসভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বাধা দেন শিক্ষকদের। তখন নিজেদের দাবিদাওয়া আলোচনার টেবিলে বসে জানাতে শিক্ষার্থীদের আহবান জানান শিক্ষকবৃন্দ। এর আগে, সোমবার সন্ধ্যায় শাবির বেশ কয়েকজন শিক্ষক খাবার নিয়ে ভিসির বাসভবনে যেতে চাইলে বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের । তখন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বাকযুদ্ধের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি পরিস্থিতি

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ