Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুঃখ প্রকাশ করেছেন শাবি উপাচার্য

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৯ পিএম

১৬ জানুয়ারি ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে আহত শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ আহত সকলের প্রতি সমবেদনা ও সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ইশফাকুল হোসেন বলেন, ভাইস চ্যান্সেলর দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। ক্যাম্পাসে কারেন্ট না থাকায় আমরা বিবৃতিটি ফটোকপি ও প্রচার করতে পারছি না।

এদিকে উপাচার্যের দুঃখ প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনের মুখপাত্র শাহরিয়ার আবেদিন বলেন, ১৬ জানুয়ারি নারকীয় ঘটনা ঘটানোর পর তাঁর দুঃখ প্রকাশ আমাদের প্রতিক্রিয়ায় কোনো পার্থক্য তৈরি করে না। একমাত্র তাঁর পদত্যাগ বা অপসারণই আমাদেরকে সন্তুষ্ট করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ