Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমন জয়েও খুশি এনরিকে!

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দলে ছিলেন আক্রমণভাগের সেরা তিন তারকাই। প্রতিপক্ষও পয়েন্ট তালিকার একেবারে তলানির দল গ্রানাডা, এখন পর্যন্ত যারা লিগে জয়ের দেখা পায়নি। এরপরও ন্যু ক্যাম্প পরশু ঘুম পড়ানি একটা ম্যাচই উপহার দিল। দলে ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা। মাঝমাঠ থেকে তাই বলের যোগানদাতার ভুমিকায় ছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই বল জালে পাঠানোর চুড়ান্ত কাজটা করতে বারবার ব্যর্থ হয়েছেন সুয়ারেজ-রাকিটিচ-নেইমাররা। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহের কল্যানে পয়েন্ট হারাতে হয়নি লুইস এনরিকের দলকে। তার দুর্দান্ত বাইসাইকেল কিকেই ১-০ গোলের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। শিষ্যদের পারফর্মেন্স যেমনই হোক, ৩ পয়েন্ট পেয়েই আবশ্য খুশি এনরিকে। ম্যাচ শেষে তাই বার্সা কোচ বলেন, ‘৩ পয়েন্ট নিতে পেরে আমি খুশি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে আমরা সঠিক পথেই আছি।’ কালই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আসরে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির আতিথ্য নেবেন এনরিকের বার্সেলোনা।

এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আগের ম্যাচে অলাভেজের বিপক্ষে জিতে শীর্ষস্থান ধরে রাখে রিয়াল মাদ্রিদ। স্পোটিং গিজনের সাথে ১-১ গোলে পা হড়কানোয় চারে নেমে গেছে সেভিয়া। সেই সুযোগে সেভিয়ার সমান ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তিনে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। একই রাতে কেভিন গামেইরো ও ইয়ানিক ফেরেইরা-ক্যারাসকোর জোড়া গোলে মালাগাকে ৪-২ গোলে হারায় ডিয়েগো সিমিওনের দল। দুই দলই এদিন ১০ জনের দল নিয়ে ম্যাচ শেষ করে।
জমে উঠেছে প্রিমিয়ার লিগও। দশম রাউন্ড শেষে ইংলিশ লিগের শীর্ষ তিন দলের পয়েন্টই সমান ২৩ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষেই আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি, দ্বিতীয় স্থানে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ও তিনে ইয়ুর্গুন ক্লপের লিভারপুল। তিন দলই পরশু জেতে প্রতিপক্ষের জালে ৪বার করে বল জড়িয়ে। তবে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৬ গোলের ম্যাচে লিভারপুলের ৪-২ গোলের জয়টা রোমাঞ্চ ছড়ায় সবচেয়ে বেশি।
উত্তাপ ছড়ায় সেরি আ’র জুভেন্টাস- নাপোলির ম্যাচও। তুরিনে ম্যাচটি অবশ্য গঞ্জালো হিগুয়েইনের গোলে ২-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান আরো পোক্ত করে চ্যাম্পিয়ন জুভেন্টাস। সাবেক ক্লাবের বিপক্ষে জয়সুচক গোলের পর উদযাপন করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। নাপোলির হয়ে গেল মৌসুমে রেকর্ড ৩৬টি গোল করেন হিগুয়েইন। দ্বিতীয়ার্ধে লিওনার্দো বানুচ্ছি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার ৪ মিনিট পর স্কোর লাইনে সমতা আনেন জোসে ক্যালিজন। ১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট বুফনের দলের, ৭ পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে নাপোলি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রোমার সংগ্রহ ২২পয়েন্ট।

ইউরোপিয়ান ফুটবল
জুভেন্টাস ২-১ নাপোলি
বোলগনা ০-১ ফিওরেন্তিনা
বার্সেলোনা ১-০ গ্রানাডা
অ্যাট.মাদ্রিদ ৪-২ মালাগা
ক্রিস্টাল প্যালেস ২-৪ লিভারপুল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমন জয়েও খুশি এনরিকে!

৩১ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ