Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোর ফুটবল লীগ আজ থেকে শুরু

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কিশোরদের মাঠমুখী করতে কিশোর ফুটবল লীগ আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আত্মপ্রকাশ ঘটে ১৯৮৭ সালে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও দুই বছর বিরতির পর এ সংস্থা বিগত ২৭ বছর ধরে এ লীগ আয়োজন করে আসছে এবং চলতি আসর শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রতিবারের ন্যায় স্পন্সর থাকছে এলিট পেইন্ট গ্রæপ অব কোম্পানীজ। গতকাল সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান জানিয়েছেন এ তথ্য। দামপাড়া পুলিশ লাইন মাঠে নয়টি দল লীগ পদ্ধতিতে দু’টি গ্রæপে খেলবে। উদ্বোধনী দিনে আগ্রাবাদ স্পোর্টস একাডেমী আলোর ঠিকানার বিরুদ্ধে খেলবে। লীগে দুই গ্রæপের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দু’টি করে মোট চারটি দল সেমিফাইনাল ও পরবর্তী জয়ী দু’টি দল ফাইনালে খেলবে। বাজেটের সমুদয় ২ লাখ ৫২ হাজার টাকা স্পন্সর প্রতিষ্ঠান বহন করছে। সংবাদ সম্মেলনে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল ওয়ারিশ, সংস্থার যুগ্ম সম্পাদক সাবেক জাতীয় তারকা খেলোয়াড় আশীষ ভদ্র, এবাদুল হক লুলু ও স্পন্সর প্রতিষ্ঠানের আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর ফুটবল লীগ আজ থেকে শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ