Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্য সংকটে শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১১:৩৪ এএম

চলছে ভিসির পদত্যাগের দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা আন্দোলন। আন্দোলনের শাখা প্রশাখা কেবল বিস্তৃত হচ্ছে। অনিদিষ্টকালের জন্য বন্ধ শাবি। কিন্তু এতে বন্ধ হয়নি আন্দোলন, হল ত্যাগের নির্দেশ থাকল্ওে অনেক শিক্ষার্থী মানেনি সেই সিদ্ধান্ত। তারা শাবিতে থেকেই চালিয়ে যাচ্ছে ভিসি বিরোধী আন্দোলন। এরমধ্যে আমরণ অনশনে নেমেছে একদল শিক্ষার্থী। বাকীরা সংগ্রামে চালিয়ে যাচ্ছেন ভিন্ন কর্মসূচীতে। এরমধ্যে তীব্র খাদ্য সংকটে পড়েছে শাবির শিক্ষার্থীরা। হল বন্ধ থাকায় বন্ধ ক্যান্টিন্ও। সেকারনে খাদ্যর হাহাকার। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রান্নায় করছেন শিক্ষার্থীরা।। বিশ্ববিদ্যালয় মূল মাঠের মধ্যেই করেন রান্নার আয়োজন। বুধবার খাবাওে সংকট দেখা দিয়েছিল বলে জানান খাবার সমন্বয়ের দায়িত্বে থাকা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর রানা ও শিহাব উদ্দিন। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে খাবারের সকল রেস্টুরেন্ট সন্ধ্যা সাতটার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। যে-কারণে প্রচন্ড খাদ্য কষ্টে ভুগছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে বন্ধ রাখা হয়েছে হলের ডাইনিং। খাদ্যাভাবে অনেক শিক্ষার্থী চলে গেছেন বাড়ি। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বস্তা চাল দিয়ে খিচুড়ি রান্নার পর খাবারে টান পরে আন্দোলনরত শিক্ষার্থীদের। এর ফলে বুধবার তারা দুই বস্তা চাল রান্না করেছেন তারা। খিচুড়ির সাথে আলু দিয়ে তৈরি মুরগির ঝোল রান্না করা হয়েছে সার্বজনীনভাবে সবাই যাতে খেতে পারেন সেই জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ