Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি-যোগীর ছবিতে নির্বাচনি শাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বিধানসভার নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে গুজরাটের টেক্সটাইল এলাকা সুরাটে তৈরি করা হচ্ছে বিশেষ শাড়ি। নির্বাচনি এই শাড়িতে থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। ওই শাড়ির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এসব শাড়ি উত্তর প্রদেশের নারীদের মধ্যে বিতরণ করা হবে। এসব শাড়িতে বিজেপির নির্বাচনি প্রতীক পদ্ম ছাড়াও রয়েছে একটি সেøাগান। সাত ধাপে অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা করা হবে আগামী ১০ মার্চ। নির্বাচনি শাড়ির একটি ভিডিও শেয়ার করেছেন আহমেদাবাদের এক সাংবাদিক। তিনি বলেছেন নারী ভোটারদের মন জয়ের অংশ হিসেবে এই শাড়ি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘শাড়ি তৈরি হয়েছে অযোধ্যা থিমের ওপর।’ উত্তর প্রদেশের পূর্ব ও পশ্চিম এলাকায় এমন এক হাজার শাড়ি বিতরণ করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি শাড়িতে ব্যবহার এবারই প্রথম নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একই ধরণের শাড়ি তৈরি হয় গুজরাটে। এসব শাড়ির প্রতিটির মূল্য রাখা হয় দেড় হাজার রুপি। ভারতীয় জনতা পার্টির নারী কর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে শাড়িটি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বিজেপির অন্যতম ইস্যু। বেশ কয়েকবার নিজেদের নির্বাচনি ইশতেহারে এটি রেখেছে ভারতের ক্ষমতাসীন দলটি। রাম মন্দির নির্মাণ নির্ধারিত সময় সূচি অনুযায়ী এগোচ্ছে আর ২০২৩ সালের ডিসেম্বরে তা জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি-যোগীর ছবিতে নির্বাচনি শাড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ