Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সবাই ছাই হয়ে বাড়ি থেকে বের হবেন’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নিজ ঘর থেকেই জোর করে অন্যায়ভাবে উচ্ছেদ করে দেয়ারে চেষ্টা করা হচ্ছে মাহমুদ সালহিয়া ও তার পরিবারকে। মোট ১২ সদস্যের পরিবার নিয়ে মাহমুদ সালহিয়া বাস করেন ফিলিস্তিনের শেখ জারাহতে। তার বাড়ি ভেঙে সেখানে ইহুদি শিশুদের জন্য স্কুল বানাতে চায় ইসরাইল। তবে মাহমুদ সালহিয়া একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে পুরো বাড়ি তো জ্বালিয়ে দেবেনই। সঙ্গে নিজেদেরও জ্বালিয়ে দেবেন। প্রাণ নিয়ে বের হওয়ার বদলে তারা সবাই ছাই হয়ে বাড়ি থেকে বের হবেন। মাহমুদ সালহিয়ার পরিবারকে উচ্ছেদ করতে সোমবার সব প্রস্তুতি নিয়ে আসে দখলদার ইসরাইল। আর তখনই নিজের দুই ছেলেকে নিয়ে বাড়ির ছাদে ওঠে পড়েন মাহমুদ। সঙ্গে নেন পেট্রোল ও গ্যাস সিলিন্ডার। সেখানেই ভিডিও ধারণ করেন তিনি। তাদের এমন প্রতিবাদ দেখে ইসরাইলি বাহিনী সরে যায়। তবে তার আগে বাড়ির আশে পাশে থাকা ফলের বাগান ধ্বংস করে দেয়। এই ফলের বাগানের মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন মাহমুদ ও তার পরিবার। মাহমুদের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভেঙে সেখানে স্কুল ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে চায় ইসরাইল। বিষয়টি মিমাংসা হওয়ার জন্য এখন আদালতের দারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। দ্য নিউ আরব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘সবাই ছাই হয়ে বাড়ি থেকে বের হবেন’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ