Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মাণে আগ্রহী লকহিড

শর্তসাপেক্ষে ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদেশি বিমান নির্মাতা কোম্পানির কাছ থেকে ২০০ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করছে ভারত। ভারতের বিমানবাহিনী (আইএএফ) গত শনিবার এ তথ্য জানিয়েছে। তবে এসব যুদ্ধবিমান ক্রয়ে ভারত শর্ত দিয়েছে, বিমানগুলো নির্মাণে ভারতীয় কোনো কোম্পানিকে সহযোগী হিসেবে নিতে হবে। বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, তারা ভারতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মাণে আগ্রহী। শুধু ভারতের সেনাবাহিনীর জন্য নয়, তারা এখানে নির্মিত বিমান রফতানিও করতে চায়। সুইডেনের সাবও গ্রিপেন বিমান নির্মাণের প্রস্তাব দিয়েছে। আইএএফর-এর দেয়া তথ্য অনুসারে, একক ইঞ্জিনের ২০০টি যুদ্ধবিমান ভারতে উৎপাদনের আলোচনা চলছে। যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে ৩০০টিও হতে পারে। এসব যুদ্ধবিমান হবে সোভিয়েত যুগের প্রযুক্তিতে তৈরি পুরনো যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে। এগুলো নির্মাণে প্রায় ১৩-১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের সবচেয়ে বৃহত্তম সামরিক বিমান ক্রয়ের ঘটনা হবে এটা। গত মাসেই ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৩৬টি রাফালে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছে ভারত। এরপর আইএএফ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরো যুদ্ধবিমান চাচ্ছে। বর্তমানে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের যুদ্ধবিমানগুলোর এক-তৃতীয়াংশ মোতায়েন রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন চায়, আগামীতে যেসব যুদ্ধবিমান ক্রয় করবে ভারত তা নির্মাণে যেনও ভারতীয় কোনো কোম্পানি সংশ্লিষ্ট থাকে। যাতে করে পরবর্তীতে নিজেরাই যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হয় ভারত। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মাণে আগ্রহী লকহিড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ