Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮৫২ সাল থেকে প্রধান দুটি দল থেকেই প্রেসিডেন্ট হয়ে আসছেন

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের সংখ্যা কত

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ১৮৫২ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আসছেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল দ্য রিপাবলিকান পার্টি অথবা দ্য ডেমোক্রেটিক পার্টি থেকে। ডেমোক্রেটরা সাধারণত উচ্চ কর সমর্থন করেন যাতে করে সরকারি কাজকর্ম সচল থাকে। আর রিপাবলিকানরা সাধারণত কম করের পক্ষে এবং সরকারের আকার ছোট রাখার পক্ষে। দুটি দলই মোটামুটি মধ্যপন্থী রাজনৈতিক মতাদর্শ পোষণ করে। প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলের সংখ্যা কত? প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক ছাড়াও বেশকিছু ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে, দ্য লিবার্টারিয়ান, কনস্টিটিউশন, সোশালিস্ট অথবা গ্রিনপার্টি। কেউ ইচ্ছা করলে স্বতন্ত্রভাবেও নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে দেখা যায় তৃতীয় দলের শক্তি কখনোই খুব একটা বেশি নেই। তবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভালো প্রভাব পড়ে। কারণ, তৃতীয় দলের প্রার্থী প্রধান দুই দলের প্রার্থীদের উল্লেখযোগ্যসংখ্যক ভোট নিতে পারে। এর ফলে কোনো কোনো বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায় তৃতীয় দল বড় ঘটনা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি অবস্থায়। এবছর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রধান দুই দলের প্রার্থীর নামই আলোচিত হচ্ছে। তবে রিপাবলিকান ডেমোক্রেটিক দলের প্রার্থীরা ছাড়াও এবার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিচ্ছেন গ্রিন পার্টি ও লিবার্টারিয়ান পার্টির চার প্রার্থী। এবারেরর নির্বাচনে যদিও বিভিন্ন রাজ্যের ব্যালটে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের নাম থাকবে; তবে ডিসিসহ ৫০টি রাজ্যের ব্যালটে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসাবে যে ৬-৮ জন প্রার্থীর নাম থাকবে তারা হচ্ছেনÑ ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টÑ হিলারি ক্লিনটন ও টিম কেইন; রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টÑ ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্স; লিবার্টারিয়ান পার্টির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট- গ্যারি জনসন ও বিল ওয়েল্ড; এবং গ্রিন পার্টির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টÑ জিল স্টেইন ও আজুমা বারাকা। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৮৫২ সাল থেকে প্রধান দুটি দল থেকেই প্রেসিডেন্ট হয়ে আসছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ