মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয় মার্কিন নাগরিকরা। বিশেষ করে, ভার্জিনিয়ার মতো কিছু অঙ্গরাজ্যে এই কমিউনিটি প্রভাব ফেলতে পারে। তাদের ওপর সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ভারতীয়ই হিলারিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। অনলাইনভিত্তিক দুটি প্রতিষ্ঠান আইএনডিইউএস বিজনেস জার্নাল এবং ইন্ডিয়া নিউ ইংল্যান্ড নিউজ জরিপটি পরিচালনা করে। নতুন এই জরিপটি ট্রাম্পের জন্য একটি বড় আঘাত। কারণ, সংখ্যালঘু এই কমিউনিটির সমর্থন পেতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। এমনকি তিনি প্রেসিডেন্ট হলে, ভারত হেয়াইট হাউসে একজন বন্ধু পাবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। জরিপে অংশগ্রহণকারীরা অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, সততা, বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতা এসব বিষয়ে যোগ্যতা বিবেচনা করেই হিলারির বিষয়ে নিজেদের মত দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীরা জানান, যদি আজই ভোট দিতে হয়, তাহলে ৭৯ দশমিক ৪৩ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হিলারিকে ভোট দেবেন। বিপরীতে মাত্র ১৪ দশমিক ৮৯ শতাংশ ভোট দেবেন ট্রাম্পকে। গত ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত জরিপটি চালানো হয়। তবে জরিপে মোট কতজন অংশ নিয়েছেন তা জানা যায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন দুই প্রার্থীই। তবে এখনো হিলারিই এগিয়ে আছেন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। এদিকে সব জরিপেই এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। নিউইয়র্ক টাইমস, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।