মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বের বিখ্যাত প্রায় আড়াই হাজার মানুষের নামে স্টার চিহ্নিত করা আছে হলিউডে ওয়াক অব ফেমে। হলিউডের অন্যতম ট্যুরিস্ট স্পট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নামেও একটি স্টার বা তারকা বরাদ্দ ছিল ওয়াক অব ফেমে। হলিউডের সঙ্গে সেভাবে না জড়ালেও কোনো এক টেলিভিশন অনুষ্ঠানের সৌজন্যে তার নাম জুড়ে গেছে এখানে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে নাম ডাক কেনার পর থেকেই এতদিন কারও নজর না থাকলেও এখন প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছে ট্রাম্পের ওই স্টার। যাওয়া আসার পথে ট্রাম্পবিদ্বেষী অনেকেই নাকি ট্রাম্পকে পদাঘাত না করতে পেরে মনের ঝাল মেটাচ্ছেন ওই স্টারে লাথি মেরে। তবে এতদিন এসবের ওপর দিয়ে চললেও এবার সরাসরিই আক্রমণের শিকার হলো ট্রাম্পের ওই স্টার। দিন কয়েক আগে জেমি ওটিস নামের এক ব্যক্তি রীতিমত গাইতি শাবল দিয়ে ওই ট্রাম্পের ওই ‘স্টার’কে ওয়াক অব ফেম থেকে উচ্ছেদের চেষ্টা চালালেন। গত বুধবার ভোরবেলা রীতিমত সবার সামনেই এই কর্ম সম্পাদন করেন তিনি। সিসি টিভির ফুটেজ দেখে ওটিসকে শনাক্ত করে হলিউডের পুলিশ। অবশ্য পরে ওই ব্যক্তি নিজেই পুলিশের কাছে ধরা দেন। মার্কিন আইন অনুযায়ী এ কাজের জন্য ওটিসের তিন বছর পর্যন্ত জেল এবং দশ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। তবে এই কাজ করে বিন্দুমাত্র অনুতপ্ত নন ওটিস। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওটিস বলেন, বেশ করেছি এই কাজ করে। এই কাজ করে আমি গর্বিত। এর জন্য যে কোনো ক্ষতিপূরণ বা শাস্তির সম্মুখীন হতে রাজি নই আমি। হলিউড ওয়াক অব ফেম যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ল্যান্ডমার্ক হিসেবে তালিকাভুক্ত। এর দেখভাল করে হলিউড চেম্বার অব কমার্স। তারা অবশ্য জানিয়েছে খুব শিগগিরই ডোনাল্ড ট্রাম্পের নামাঙ্কিত ওই তারকা চিহ্ন পুনঃস্থাপন করা হবে। এনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।