মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে বড় ধরনের একটি শীতকালীন ঝড় আঘাত হেনেছে। উপদ্রুত এলাকায় ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এক লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ। ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। তুষারপাতের ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং গাছপালার ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছে তারা। এছাড়া এ সময়ে কোনও যাত্রা বা ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিকাটের কিছু অংশসহ কিছু এলাকায় সম্ভাব্য উপকূলীয় বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া রাস্তাঘাট ও অবকাঠামোরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।