Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের সামনে ফেলে দিলো নারীকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় আচমকা এক নারীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন এক ব্যক্তি। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে। ব্রাসেলসের রোজিয়ার মেট্রো স্টেশনে ওই ঘটনা ঘটেছে। আরটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক ব্যক্তি ইচ্ছা করেই এক নারীকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেন। সৌভাগ্যবশত বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন ওই নারী। তার বড় ধরনের কোনো আঘাত লাগেনি। আর ট্রেনের চালকও একদম শেষ মুহূর্তে ট্রেন থামাতে সক্ষম হন। ফলে ওই নারী প্রাণে বেঁচে গেছেন। একটি ভিডিওতে দেখা গেছে ওই নারীকে ধাক্কা দেওয়ার আগে ২৩ বছর বয়সী ওই তরুণ অস্থিরভাবে প্লাটফর্মে হাঁটাচলা করছিল। এরপর ট্রেন আসার ঠিক আগ মুহূর্তেই সে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনা দেখার পর পরই দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। তিনি যদি ঠিক সময়ে ট্রেন থামাতে না পারতেন তাহলে হয়তো ওই নারীকে বাঁচানোই যেত না। ব্রাসেলস ইন্টারকমিউনাল ট্রান্সপোর্ট কোম্পানি দ্য ব্রাসেলস টাইমসকে বলেন, চালক খুব ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তবে দুর্ঘটনার শিকার ওই নারীর জন্য এটা খুবই ভয়াবহ ঘটনা ছিল। এই ঘটনার পর মেট্রো চালক এবং ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা শেষে তারা খুব শিগগির বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই ঘটনার পর পরই ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের সামনে ফেলে দিলো নারীকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ