চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী সাবেক বিচারপতি টি এইচ খান ছিলেন আইন ও বিচারক বিভাগের এক উজ্জ্বল নক্ষত। তিনি এক সৎ নিষ্ঠাবান আইনজীবী হিসেবে র্দীঘদিন মানুষের সেবা করেছেন। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুর করিম খান এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে তার জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তাহার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।