Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সেল্ফ কোয়ারেন্টিন নিয়ে নতুন পরিকল্পনা জনসনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:৩৫ পিএম

লকডাউনের মধ্যে পার্টি করে বর্তমানে প্রবল বিতর্কের মধ্যে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার নিজের ইমেজ বাঁচাতে তিনি কোভিড-১৯ বিধি পরিবর্তনের পরিকল্পনা করছেন।

জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমিত হলে সেল্ফ কোয়ারেন্টিন বা স্বেচ্ছায় সঙ্গনিরোধে যাওয়ার জন্য কোনো আইনি বাধ্যবাধকতা না রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকার। এ বিষয়ে রোববার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বরিস জনসন করোনাভাইরাস নিয়ে জরুরি আইন স্থায়ীভাবে প্রত্যাহার করতে চান। তিনি বলেন, এ ব্যাপারে সরকারি নির্দেশনা থাকবে। তবে জরিমানা বা আইনগত শাস্তিমূলক ব্যবস্থাকে কম গুরুত্ব দেওয়া হবে।

জানা গেছে, বসন্তকালের শুরুর দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ ফল এলে স্বেচ্ছায় সঙ্গনিরোধ সাত দিন থেকে কমিয়ে পাঁচ দিন করা হবে বলে ঘোষণা দেন। সূত্র: দ্য টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ প্রধানমন্ত্রী

৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ