Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্যারালিম্পিকের চার জাতি ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ প্যারালিম্পিক কমিটি মার্চ মাসে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চার জাতি ফিজিক্যাল চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা। এ আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের খেলা। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় তা পিছিয়ে দেয়া হয়েছে বলে জানান প্যারালিম্পিক কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। তিনি গতকাল বলেন,‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার পরামর্শ দেন। তাই আমরা নতুন দিনক্ষণ নির্ধারণ করেছি মার্চে। তাছাড়া ভারত ও নেপালেও করোনা পরিস্থিতি খুব খারাপ। আশাকরি মার্চে অনুষ্ঠেয় টুর্নামেন্টের উদ্বোধন কিংবা সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টকে সামনে রেখে কয়েক দিনের মধ্যেই আমরা ক্যাম্প শুরু করবো।’ এই টুর্নামেন্টের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। এদিকে জানা গেছে, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সঙ্গে পৃষ্ঠপোষকতা নিয়ে কাজ করতে আগ্রহী স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারালিম্পিকের চার জাতি ক্রিকেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ