প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী কীর্তি কুলহারি তার নিজের প্রডাকশন হাউস কিন্তসুকোরয় লঞ্চ করে চলচ্চিত্র নির্মাণে যাত্রা শুরু করেছেন। তার প্রযোজনায় প্রথম ফিল্ম ‘নায়িকা’তে তিনিই প্রধান ভূমিকায় অভিনয় করবেন বলে জানিয়েছেন। নিজের কাহিনী-চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করবেন অজয়কিরণ নায়ার। ‘নায়িকা’ এক অভিনেত্রীর গল্প যে ভুলক্রমে একটি অপরাধের ফাঁদে পড়ে যায়। জানুয়ারির শুরুতেই ফিল্মটির শুট শুরু হয়েছে। কীর্তি জানিয়েছেন, কিন্তসুকোরয় একটি জাপানি শব্দ যার অর্থ হল ভাঙ্গা পাত্র স্বর্ণ দিয়ে মেরামত করার শিল্প, এতে ভাঙ্গা জিনিসটি আগের তুলনায় অনেক সুন্দর হয়ে যায়। অভিনেত্রী জানান, গত কয়েক বছর ধরেই তিনি প্রযোজনা শুরুর কথা ভাবছিলেন। তার অভিনয়ে সাম্প্রতিক ফিল্মগুলোর সাফল্য তাকে এই মুহূর্তে অনুপ্রাণিত করেছে বলে তিনি কাজ শুরু করে দিলেন। আমার আশা, একটি সমতা ও সহযোগিতাপূর্ণ পরিবেশে কাজ করা, তবে এখন নির্মাণে যে পরিস্থিতি তাতে সাম্য অর্জন করা সহজ হবে না। আমার আরেকটি প্রত্যাশা হল তরুণদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা- হোক সে লেখক, পরিচালক, অভিনয়শিল্পী বা কুশলী।‘নায়িকা’র সহ-প্রযোজনায় আছে যতিন গুপ্তে এবং সাজিদ মালেকের ওয়ার্ড উইজার্ড এন্টারটেইনমেন্ট। কিন্তসুকোরয়ে কীর্তির সঙ্গে আছেন বশিষ্ঠ উপাধ্যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।