Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক-আপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় নেই কীর্তি কুলহারি’র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ক্যামেরার সামনে হোক বা সামাজিক অনুষ্ঠানে রূপালি জগতের নারীরা মেক-আপকে তাদের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করে। পারতপক্ষে তারা বাড়তি সাজ ছাড়া দাঁড়াতে চায় না। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের মেক-আপকে বাদ দিতে হয় মাঝে মধ্যে। অধিকাংশ সময় চরিত্রের প্রয়োজনে তাদের গ্ল্যামারহীন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়।অভিনেত্রী কীর্তি কুলহারিকেও এমন করতে হয়েছে। তাকে আগামীতে ‘ক্রিমিনাল জাস্টিস বিহাইন্ড ক্লোসড ডোর্স’ ওয়েব সিরিজে দেখা যাবে একেবারে মেক-আপ ছাড়া। তিনি জানিয়েছেন মেক-আপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে তার ভয় নেই। “আন্তরিক আর নিখুঁতভাবে চরিত্র রূপায়ণ করা আমার জন্য গুরুত্বপূর্ণ, মেক-আপ ছাড়া ক্যামেরার মুখোমুখি হতে আমার একেবারে ভয় নেই; সত্যি কথা বলতে এতে স্বস্তি আছে আর সময়ও বেশ বাঁচে,” কীর্তি বলেন। একজন নারীর দৃষ্টিকোণ থেকে সিরিজের কাহিনী এক বিখ্যাত আইনজীবীর স্ত্রী অনুচন্দ্রকে নিয়ে যার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। বাইরে থেকে মনে হয় এতে কোনও সন্দেহ নেই কিন্তু একে একে সত্য বেরিয়ে আসে। পঙ্কজ ত্রিপাঠী আইনজীবী মাধব মিশ্র’র ভূমিকায় অভিনয় করছেন। ‘ক্রিমিনাল জাস্টিস বিহাইন্ড ক্লোসড ডোর্স’-এর ট্রেইলার স¤প্রতি মুক্তি পেয়েছে। ২৪ ডিসেম্বর থেকে সিরিজটি স্ট্রিম হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কীর্তি কুলহারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ