Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাজে মুগ্ধ স্টুয়ার্ট ল

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এ বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক। তাই কাছ থেকেই দেখেছেন অনূর্ধ্ব-১৯ দলের তারকা মেহেদী হাসান মিরাজকে। আর সেই মিরাজ যে একদিন সাফল্য পাবেন, তা আগে থেকেই নিশ্চিত ছিলেন স্টুয়ার্ট ল। জাতীয় দলের হয়ে স্বপ্নকে জয় করা এক অভিষেকে নিজের জাত চিনিয়ে চলেছেন এই তরুণ অলরাউন্ডার। প্রথম দুই টেস্টেই দুই ইনিংসে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। যা আর কোন বাংলাদেশির নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসের কোচ হিসেবে এখন ঢাকায় অবস্থান করছেন তিনি। সেই সুবাদে মিরপুরে উপস্থিত থেকে দেখেছেন সাবেক এই শিষ্যের ঘূর্ণি জাদু। গতকাল দ্বিতীয় দিন শেষে মুগ্ধতা ও গর্বভরা কণ্ঠে উচ্চারিত হলো মিরাজস্তুতি। এই ক্ষুদে বিস্ময়কে ভালোভাবেই মনে রেখেছেন স্টুয়ার্ট ল, ‘আমি বলবো সে (মিরাজ) অনেক পরিপক্ক ক্রিকেটার। যখন যা শেখাতে চেয়েছি তা খুব মনোযোগ দিয়ে শুনতো এবং তার বাস্তবায়ন করার চেষ্ট করতো। ব্যাট হাতে ভালো, বল হাতে ভালো, ফিল্ডিংয়েও চমৎকার। আর সর্বদাই তৈরি থাকে। এমন ক্রিকেটারের জন্য যে বড় একটি প্ল্যাটফর্ম অপেক্ষা করছে, তা আমি অনেক আগে থেকেই জানতাম। সেই হিসেবে মিরাজ টেস্ট ক্রিকেট খেলছে, যেটি তার অনেক বড় প্রাপ্তি।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মিরাজের ডেব্যুটা একটু আগেভাগেই হয়ে গেল কিনা এমন প্রশ্নের উত্তরে ল বলেছেন, ‘প্রতিভাবানদের সময় লাগে না, বল হাতে মিরাজ যা করেছে তা আপন যোগ্যতায় করেছে। ব্যাট হাতে হয়তো পারেনি, আসলে অভিজ্ঞতার অভাব তো রয়েছেই। তবে যে পজিশনে সে ব্যাট করেছে তাতে চাপের মুখে হয়তো নিজের সেরাটা দিতে পারেনি। আর বোলিংয়ে সে সুযোগের অপেক্ষায় ছিল, যেটি কাজে লাগিয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজে মুগ্ধ স্টুয়ার্ট ল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ