নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে ‘ডবিøটিএ ফাইনালস’ ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কারবার। শিরোপা থেকে আর দু’টি জয় দূরে জার্মান টেনিস সেনসেশন। যেখানে ফাইনাল নিশ্চিতের ম্যাচে তাকে লড়তে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার বিপক্ষে।
টানা তিন জয়ে সেমিতে পা রাখেন কেরবার। আমেরিকান তরুণী ম্যাডিসন কিইসকে সরাসরি সেটে হারিয়ে কোর্ট ছাড়েন দু’বারের গ্র্যান্ড ¯ø্যাম জয়ী। সমান ৬-৩, ৬-৩ গেমের জয়ের আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে রাদওয়ানাস্কার মুখোমুখি হবেন। যিনি চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।
অপর সেমিতে চিবুল্কোভার মুখোমুখি হবেন রাশিয়ান ভেতলানা কুজনেৎসোভা। হালেপকে ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে চিবুল্কোভা ও চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন জয়ী স্প্যানিশ গার্বিন মুগুরুজাকে ৩-৬, ৬-০, ৬-১ গেমে হারিয়ে সেমির টিকিট হাতে পান কুজনেৎসোভা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।