Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আট লাখের বেশি শনাক্ত, মৃত্যু দুই সহস্রাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১০:৪৫ এএম

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যুর সংখ্যা বিবেচনায় প্রথম কাতারে রয়েছে দেশটি। শনাক্তের দিক দিয়ে ফ্রান্স দ্বিতীয় হলেও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

আজ শনিবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় ভারতে দুই লাখ ৬৭ হাজার ৩৪৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে শনাক্তের অনুপাতে কমেছে মৃত্যুর হার। যুক্তরাষ্ট্রে আট লাখের বেশি শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যা দুই সহস্রাধিক। ফ্রান্সে নতুন করে তিন লাখ ২৯ হাজার ৩৭১ জন শনাক্ত হয়েছে।
এ ছাড়া ইতালি, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও ব্রাজিলে এক লাখের বেশি করে মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর লাখ ছুঁইছুঁই করছে যুক্তরাজ্য।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আট লাখ এক হাজার ৯১৪ নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে দুই হাজার ১৩১ জনের। এ সময়ে সুস্থ হয়েছে এক লাখ চার হাজার ৪২৩ জন। যদিও করোনার সঙ্গে লড়ে যাচ্ছেন দুই কোটি ২২ লাখ ৭৫ হাজার এক জন মার্কিনি। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে ২৫ হাজার ৫৭৫ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা আট লাখ ৭১ হাজার ৫৮৮, সুস্থ হয়ে ঘরে ফিরেছে চার কোটি ৩০ লাখ ১২ হাজার ৪৬৪ জন।
ফ্রান্সে তিন লাখ ২৯ হাজার ৩৭১ নতুন রোগী শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ১৯১। এ সময়ে সুস্থ হয়েছেন এক লাখ চার হাজার ৩৮৬ জন। এখন পর্যন্ত করোনার সঙ্গে লড়ে যাচ্ছে মোট ৪৪ লাখ ৮১ হাজার ১১৩ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে তিন হাজার ৯৩৯ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৭১২১।
ভারতে শেষ ২৪ ঘণ্টায় দুই লাখ ৬৭ হাজার ৩৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুর সংখ্যা ৪৩০। এ সময় সুস্থ হয়েছে এক লাখ ১৩ হাজার ৪০৭ জন। যদিও করোনার সঙ্গে লড়ে যাচ্ছে ১৪ লাখ ৩৫ হাজার ৫৮১ ভারতীয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন আট হাজার ৯৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা চার লাখ ৮৫ হাজার ৭৮০। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে তিন কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ১১৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ