নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচটি দেখতে গিয়ে প্রথম দিকে নিশ্চয় ধন্দে পড়েছিলেন অনেকেই। খেলছেন ধোনি, অথচ তার জার্সির পিছনে লেখা ‘দেবাকি’! একই ভাবে বিরাট কোহলির পিছনে লেখা ‘সরোজ’। এরকম প্রত্যেক জার্সির পিছনেই কোন না কোন নারীর নাম। আসলে এই নারীরা হলেন ধোনি-কোহলিদের মা। বিশ্বজুড়ে মায়েদের অবদানের কথা মনে করিয়ে দিতে বিশেষ প্রচারণা চালাচ্ছে ভারত-নিউ জিল্যান্ড সিরিজের টেলিভিশন স্বত্ব গ্রহণকারী চ্যানেল স্টার স্পোর্টস। তারই অংশ হিসেবে মায়েদরে সম্মান জানাতে এই অভিনব পন্থা বেছে নেন ধোনি-কোহলিরা।
তবে বিশাখাপটনামে দর্শকদের এর চেয়েও ধন্দে ফেললেন নিউ জিল্যান্ড ব্যাটসম্যানরা। ভারতের করা ২৬৯ রানের জবাবে মাত্র ২৩.১ ওভারে ৭৯ রানেই গুটিয়ে গেল তাদের ইনিংস! শেষ ৮ ব্যাটসম্যান যোগ করলেন মাত্র ১৬ রান! পৃথিবীর সকল মায়েদের নামে উৎসর্গ করা ম্যাচটি ভারত জিতল ১৯০ রানের বিশাল ব্যবধানে।
টস জিতে ব্যাট বেছে নিয়ে কিউইদের সামনে ২৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। আগের চার ম্যাচে ব্যর্থ হওয়া রোহিত শর্মার ব্যাট থেকে এদিন আসে ৬৫ বলে সর্বোচ্চ ৭০ রান। কালও হেসেছে কোহলির ব্যাট। ৭৬ বলে ৬৫ রান করেন ভারতের টেস্ট অধিনায়ক। ৩৭ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১৮৯। সেই হিসাবে ¯øগ ওভারে আশানুরুপ রান যোগ করতে পারেনি মিডিল অর্ডার ব্যাটসম্যানরা। ৫৯ বলে ৪১ রান আসে ধোনির ব্যাট থেকে, ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন কেদার জাদব। এমনিতেই এখানকার মাঠ ব্যটিং স্বর্গ হিসেবেই পরিচিত। প্রথম ইনিংসে যেখানে গড় রান ২৯৫ সেখানে ৬ উইকেটে ২৬৯ তো কমই। কিন্তু এই রানই কিউইদের সামনে পাহাড়সম করে তোলেন সেই ‘পুরোনো শত্রæ’ ভারতীয় স্পিনাররা। সবচেয়ে ভয়ালরুপে দেখা দেন অমিত মিশ্র। ডানহাতি লেগ স্পিনার ৬ ওভারে মাত্র ১৮ রানের খরচাই একাই তুলে নেন ৫ উইকেট। বø্যাক ক্যাপ বাহিনীর মাত্র তিনজন ব্যাটসম্যান ছুঁতে পারেন দুই অঙ্কের সংগ্রহ। ৬৩ রান পর্যন্তও স্কোরটা মুটামুটি দেখার মত ছিল। কিন্তু এসময় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরতেই উঁইয়ের ঢিবির মত মুহূর্তেই ধ্বসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজটাও তাদের হারতে হল ৩-২ ব্যবধানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।