Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করতে দেয়া হবে না

মহানগর নাট্যমঞ্চের আশপাশে খালি জায়গায় হকার পুনর্বাসন -সাঈদ খোকন

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তান এলাকার হকারদের কাজী বশির মিলনায়তনের (মহানগর নাট্যমঞ্চ) আশপাশের ফাঁকা জায়গায় পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সেই সাথে তিনি আরও বলেন, ঢাকা শহরের এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করে অবৈধভাবে ব্যবসা করতে দেয়া হবে না। গতকাল শনিবার দুপুরে নগর ভবন মেয়র হানিফ মিলনায়তনে কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, আমরা গুলিস্তান এলাকার ২ হাজার ৫০৬ জন হকারের তালিকা তৈরি করেছি। ফুটপাত দখল মুক্ত করতে এদের সেখান থেকে সরিয়ে মহানগর নাট্যমঞ্চে অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করা হবে। পরবর্তীতে ঢাকা শহরের কোন এক স্থানে একটি মার্কেট করে সেখানে তাদেরকে পুনর্বাসন করা হবে। বৃহস্পতিবার হকার উচ্ছেদের সময় ছাত্রলীগের দুই নেতার হাতে প্রকাশ্যে আগ্নেয় অস্ত্র প্রদর্শনের ঘটনাকে সম্পূর্ণ অনাকাক্সিক্ষত উল্লেখ করে মেয়র বলেন, এটা একটা অনাকাক্সিক্ষত ঘটনা। এটা আমাদের কাম্য নয়। এটা আইনি প্রক্রিয়ায় সমাধান করা যায়। উচ্ছেদে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেছে। কোনো ব্যক্তির দায়ভার কখনো প্রতিষ্ঠান নেবে না। মেয়র জানান, গুলিস্তান এলাকায় ১২ থেকে ১৪টি হকার্স মার্কেট রয়েছে। অথচ আবার ফুটপাত দখল হচ্ছে। ফুটপাত দখল মুক্ত করলে আবার দখল হয়ে যায়। তিনি বলেন, উচ্ছেদ অভিযান যখন চলছিল তখন ম্যাজিস্ট্রেট এবং কর্পোরেশনের উচ্ছেদকর্মীদের বাধা দেয়া হয়। হকাররা গুলি ছোড়ে। ম্যাজিস্ট্রেট ও কর্পোরেশনের লোকজন বাধা পেয়ে নগর ভবনে ফিরে আসতে বাধ্য হন। সে সময় হকারদের একটা অংশ নগর ভবনেও হামলা চালায়।
মেয়র বলেন, হকারদের অবৈধ দখলের কারণে গুলিস্তান এলাকা যানজট লেগেই থাকে। এতে যানজটের কারণে চোখের সামনে অ্যাম্বুলেন্সের রোগী মারা যাচ্ছে। পরীক্ষার্থীরা হলে যাওয়ার আগেই পরীক্ষার সময় চলে যাচ্ছে। পাশাপাশি ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষ ফুটপাত দিয়ে চলাচল উপযোগী করা হবে। এসময় সব কাউন্সিলররা তাদের নেতাকর্মীদের নিয়ে মেয়রের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
এর আগের স্বাগত বক্তব্যে মেয়র বলেন, দীর্ঘদিন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা অবৈধ দখলে ছিলো। দখলমুক্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছিলো আমাদেরকে। এরপর পুলিশসহ ঊর্ধ্বতন ব্যক্তিদের সহযোগিতায় দখলমুক্ত করেছি। ঠিক একইভাবে গুলিস্তান এলাকায় হকারদের দখল মুক্ত করা হবে। গুলিস্তান এলাকার ফুটপাতের এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করতে দেয়া হবে না।
এসময় তিনি, এসব এলাকার হকারদের পুনর্বাসনের জন্য ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও ঢাকা ট্রেড সেন্টারসহ তিনটি জায়গার নাম প্রস্তাব করেন। এর পরিপ্রেক্ষিতে সব কাউন্সিলররা ঢাকা মহানগর নাট্যমঞ্চের কথা বলেন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের জ্যেষ্ঠ কমিশনার আবু আহমেদ মন্নাফি বলেন, ওইদিন হকারদের মধ্য থেকে গুলি চালানো হয়েছিল। পরবর্তীতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। আমরা ঢাকার এক কোটি মানুষের কাছে দায়বদ্ধ, হকারদের কাছে নয়। তবে তাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে।
২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন বলেন, ওই দিন যারা হামলা চালিয়েছে তাদের ইন্ধনদাতা কারা? এটা আমাদেরকে জানতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করতে দেয়া হবে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ