ইভিএম-এ ভোট কেন?
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম-এ ১৫০ আসনে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাকতালীয় কিনা জানি না, ১৫০ সংখ্যাটা আমাদের এর আগে চিনিয়েছিলেন রকিবুল
গ্রামীণ ক্রীড়া ফেডারেশন
গ্রামাঞ্চলে খেলাধুলার জন্য উন্মুক্ত বা অনাবাদি জমি না থাকা, টেলিভিশনের প্রতি কিশোরদের অধিক মনোযোগ, গণমাধ্যমে ক্রিকেট খেলার ব্যাপক প্রচার-প্রভৃতি কারণে গ্রামীণ খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। এ ছাড়া আকাশ সংস্কৃতি তো আছেই। একসময় গ্রামীণ জনপদে হাডুডু, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, লাটিম, ডাংগুলি, ফুটবল, ভলিবলসহ নানা খেলা হতো।
মাইকে ঘোষণা দিয়ে বিপুল আয়োজনের মধ্য দিয়ে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের তুমুল প্রতিযোগিতা হতো। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করত। সব খেলা আয়োজনকে ঘিরে গ্রামে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হতো। এলাকার মানুষের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গ্রামীণ খেলাধুলা ছিল উপযুক্ত মাধ্যম।
কিন্তু এখন সেই মাধ্যমটি বলতে গেলে একেবারেই হারিয়ে গেছে। গ্রামের স্কুল-কলেজের মাঠ, হাটবাজারের খোলা চত্বর কিংবা সমতল ফসলি ভূমি খেলাধুলার ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হতো। গ্রামে ফুটবল খেলার জন্য অনেক স্থানে খোলা ফসলি মাঠকে খেলার উপযোগী করে রাখার রেওয়াজও ছিল। শীতের সময় গ্রামে বিভিন্ন মেলা ও খেলাকে কেন্দ্র করে সাজসাজ রব পড়ে যেত। দূরদূরান্ত থেকে মানুষ আসত। যাত্রাপালাও হতো। কিন্তু এখন আর সেসব নেই। কালের আবর্তে আগ্রাসী বাণিজ্যের কবলে পড়ে হয়তো এসব গ্রামীণ খেলাও হারিয়ে যাচ্ছে বিস্তৃতির অতলে। তাই এসব খেলা টিকিয়ে রাখতে গ্রামীণ ক্রীড়া ফেডারেশন করা যেতে পারে।
মোস্তফা জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ।
ডাস্টবিনটি স্থানান্তর করুন
আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬ নম্বর ওয়ার্ডের মুগদা এলাকার অধিবাসী। মুগদা স্টেডিয়ামের উত্তর পাশের গেট দিয়ে যে গলিটি মুগদায় ঢুকেছে, সেই গলি দিয়ে স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা যাতায়াত করে থাকে। গলির মুখে অর্থাৎ মুগদা/কমলাপুর স্টেডিয়ামের উত্তর-পশ্চিম কোণায় মেইন রোডে যেখান থেকে আমরা রিকশা বা বাসে উঠি, ঠিক ঐ জায়গাতেই সিটি কর্পোরেশনের ময়লার ডাস্টবিন রয়েছে।
রিকশা বা বাসের জন্য অপেক্ষার সময় ময়লার দুর্গন্ধের কারণে রুমাল নাকে চেপে দাঁড়াতে হয়। অনেক সময় কুকুর বা কাকে ছিটানো ময়লায় আমাদের জামা-কাপড় নষ্ট হয়ে যায়। ইতোমধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার অভিযান সবার কাছে প্রশংসিত হয়েছে। কিন্তু গলির মুখের অবস্থা অথৈবচ। বাস বা রিকশা স্ট্যান্ডের পরিবেশ নোংরা স্বাস্থ্যহানিকর।
এ অবস্থায়, ডাস্টবিনটি অন্যত্র যেমন রাস্তার পশ্চিম পাশে আইসিডির বাউন্ডারি ঘেঁষে বা স্টেডিয়ামের দক্ষিণ পাশের কালভার্ট এলাকা অথবা টিটিপাড়া বস্তির পূর্ব দিকের রাস্তার মোড়ে যেখানে ময়লা ডাম্পিং হয় সেখানে সরানোর ব্যবস্থা করে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু ব্যবস্থা নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
ভুক্তভোগী জনগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।