মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন মুলুকে নির্বাচন আর ডোনাল্ড ট্রাম্প বিজয়ী, ভাবলেই ইউরোপীয়দের যেন গায়ে জ্বর আসে। সে তুলনায় ইউরোপীয়দের কাছে হিলারি ক্লিনটনই যেন কিছুটা গ্রহণযোগ্য। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের সঙ্গে ইউরোপের বহু রাজনীতিকের ব্যক্তিগত পরিচয় হয়েছে। ইউরোপ তার কাছ থেকে পরম্পরা প্রত্যাশা করে। এমনি পরিস্থিতিতে জন-সমর্থনের দিক দিয়ে দেখা যায় ইউরোপে হিলারির চেয়ে অনেক পিছিয়ে ট্রাম্প। অপরদিকে, ব্রাসেলসে ট্রাম্পের যে কোনো ফ্যান, বা ভক্তই নেই, এমন নয়। বিশেষ করে দক্ষিণপন্থি রাজনীতিকদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। ব্রিটিশ এমপি নাইজেল ফারাজ ট্রাম্পের নির্বাচনি প্রচার সভাতেও আবির্ভূত হয়েছেন। ফারাজ ছিলেন ব্রেক্সিটের পথিকৃৎদের মধ্যে অন্যতম। তিনি চান এক স্বাধীন ব্রিটেন। ডোনাল্ড ট্রাম্পও এভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার উপর জোর দিয়েছেন। ট্রাম্প যেভাবে বিভিন্ন সেক্সিস্ট মন্তব্য করে মহিলা ভোটারদের ক্ষিপ্ত করেছেন। সে সম্পর্কে ফারাজ বলেছেন, সব সত্ত্বেও ট্রাম্পের একটা সততা আছে। উনি যা, উনি তা-ই। উনি তো আর পোপ হতে চাননি, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চেয়েছেন। অন্য দিকে ট্রাম্পও ব্রেক্সিটের প্রশংসা করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। ইউরোপে মাত্র একটি বহুতল ভবনই ডোনাল্ড ট্রাম্পের নাম বহন করছে। সেটিও আবার ইস্তাম্বুলের যে অংশটি ইউরোপীয় ভূখ-ে পড়ে, সেখানে। তবে ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে আসার বিরুদ্ধে তর্জন করার পর অনেক তুর্কি রাজনীতিক দু’টি টাওয়ার থেকেই ট্রাম্পের নাম মুছে দেয়ার পক্ষে। এছাড়া ট্রাম্প গ্রুপ স্কটল্যান্ডে একটি গল্ফ লিংকস চালান। এই দু’টি ক্ষেত্র ছাড়া ইউরোপের সঙ্গে ট্রাম্পের বিশেষ লেনদেন ছিল না। এবারডিনের কাছে গল্ফ লিংকসটি নিয়ে বিনিয়োগকারী ও স্কটিশ সরকার, সকলকেই ভুগতে হয়েছে, মামলাও চলেছে। যা ঘোষণা করা হয়েছিল, সেই পরিমাণ বিনিয়োগ করা হয়নি; যত চাকরি সৃষ্টি হবে বলা হয়েছিল, শেষমেশ তা হয়নি। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে স্কটল্যান্ড সফরে এসে ঘোষণা করেছেন যে, তিনি স্কটল্যান্ড বিজয় করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও ঠিক তা-ই করবেন। ইউরোপীয় পার্লামেন্টের স্কটিশ বংশোদ্ভূত জার্মান এমপি ডেভিড ম্যাক এলিস্টার বলেন : ইউরোপে আমরা ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ চিনি না, ওর সম্পর্কে বিশেষ জানি না। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।