মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শিকাগোতে উড্ডয়নের সময় মার্কিন এয়ারলাইন্সের ওই বিমানে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। খবরে বলা হয়, গত শুক্রবার শিকাগোর ও’হার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার জন্য উড্ডয়নের সময় ওই বিমানে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের ৩৮৩ নম্বর ফ্লাইটটি ১৬১ জন যাত্রী ও নয়জন ক্রুসহ মিয়ামির দিকে যাত্রা করছিল। কিন্তু উড্ডয়নের আগমুহূর্তে এতে আগুন ধরে যায়। বিমানবন্দরের দমকল কর্মীরা দুই মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিকাগোর অগ্নি বিভাগের কর্মকর্তা হুয়ান হার্নান্দেজ বলেছেন, আমরা ২০ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছি। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দ্য গার্ডিয়ান, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।